Death Becomes Bengal Politics!
Sign in

Death becomes Bengal Politics!

আমরা মনে করি পরিবর্তন মানে সিপিএমের বদলে তৃণমূল আবার তৃণমুলের বদলে সিপিএম।বিজেপি বা কংগ্রেস হলেও আমাদের কিছু যায় আসে না।এই রাজ্যে হিন্দু রাষ্ট্রর সমর্থকরেরাই শাসকশ্রেণী।থারাই আবার মুক্ত বাজারের সমর্থক।সংস্কারের জন্য তাঁদের মন প্রাণ উথাল পাথালন বাজপেয়ীর নামে যেমন ভোট পড়েছিল এক সময়, সেই সময় আবার ফিরে আসছে।এবার ভোট পড়বে নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিয়ে।সবজান্তা বাঙ্গালি এই পৃথীবীতে সবচেয়ে বেশী রাজনীতি সচেতন।মিছিলনগরী নামে বিখ্যাত কোলকাতার অচলাবস্থা আমাদের পরিচিতি।যে পরিবর্তনে আমরা গর্বিত, তা শুধুই প্রতিবাদের প্রতিধ্বনি।আবার যে পরিবর্তনের প্রস্তুতি চলছে তাও পর্তিবাদ নির্ভর।সত্যকারের পরিবর্তনের জন্য কি এই বাংলার মানুষ শিরদাঁড়া সোজা করে উঠে দাঁড়াবে কোনও দিন? 

পলাশ বিশ্বাস
সুদীপ্তর মৃত্যুকে তুচ্ছ ঘটনা বললেন মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এই বক্তব্যে শাসকশ্রেণীর দৃষ্টিতে সাধারণ মানুষের প্রাণের মূল্য আরেকবার বোঝা গেল।রাজনীতির বলি হবে সাধারণ মানুষ, তাঁকে শহীদ আখ্যা দিয়ে ক্ষমতার লড়াই তীব্রতর হবে ও সরকার ক্ষতিপূরণ দিয়ে এই তুচ্ছ ঘটনাকে খারিজ করে দেবে, এটাই পরম্পরা চলে আসছে। পরিবর্তনের পর পয়ত্রিশ বছরের বাম আমলের যাবতীয় হিসাব বরাবর না হওয়া পর্যন্ত আমরা আবার পরিবর্তনের দাবি তুলতে ত পারি না।মৃতের শোক সন্তপ্ত দিদি বলেছিলেন কাল যে  রাজনীতির বলি করার জন্য তাঁর ভাইয়ের মগজ ধোলাই করা হয়েছিল।আজ তাঁর বক্তব্য বদলে গিয়েছে।শহীদ পরিবারের মর্যাদায় উন্নীত পরিবার শোকের আবহ থেকে বেরিয়ে লড়াইয়ে শামিল।সেই তেভাগা থেকে একই পরম্পরা।রাজনৈতিক চাপান উতোর।সারা দেশ প্রতিবাদে উত্তাল।কিসের প্রতিবাদ, অবশ্যই রাজনৈতিক হত্যার। সাধারণ মানুষের অস্তিত্ব নিয়ে যে অভূতপূর্ব সঙ্কট সারা দেশে, তা নিয়ে কারও মাথাব্যথা নেই।সেটা আমরা ভবিতব্য নিয়তিলিখন মেনেই নিয়েছে।আমরা মনে করি পরিবর্তন মানে সিপিএমের বদলে তৃণমূল আবার তৃণমুলের বদলে সিপিএম।বিজেপি বা কংগ্রেস হলেও আমাদের কিছু যায় আসে না।এই রাজ্যে হিন্দু রাষ্ট্রর সমর্থকরেরাই শাসকশ্রেণী।থারাই আবার মুক্ত বাজারের সমর্থক।সংস্কারের জন্য তাঁদের মন প্রাণ উথাল পাথালন বাজপেয়ীর নামে যেমন ভোট পড়েছিল এক সময়, সেই সময় আবার ফিরে আসছে।এবার ভোট পড়বে নরেন্দ্র মোদীর জয়ধ্বনি দিয়ে।সবজান্তা বাঙ্গালি এই পৃথীবীতে সবচেয়ে বেশী রাজনীতি সচেতন।মিছিলনগরী নামে বিখ্যাত কোলকাতার অচলাবস্থা আমাদের পরিচিতি।যে পরিবর্তনে আমরা গর্বিত, তা শুধুই প্রতিবাদের প্রতিধ্বনি।আবার যে পরিবর্তনের প্রস্তুতি চলছে তাও পর্তিবাদ নির্ভরমসত্যকারের পরিবর্তনের জন্য কি এই বাংলার মানুষ শিরদাঁড়া সোজা করে উঠে দাঁড়াবে কোনও দিন?


অর্থনৈতিক বৃদ্ধিতে ‘রাহুল-দাওয়াই’
নতুন আশা ও স্বপ্ন নিয়ে টগবগ করে ফুটছে নতুন ভারত। এই নতুন ভারত যার বেশিরভাগটা জুরেই আছে যুবসম্প্রদায় তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, তবেই ভারতের আত্মাকে সঠিক দিশায় বয়ে নিয়ে যাওয়া যাবে বলে আশা করেন রাহুল গাঁধী। কংগ্রেসের সহ-সভাপতি পদে অভিষেকের পর আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিআইআই-র বার্ষিক সাধারণ সভায় এসে তিনি আরও বলেন যে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে আশু প্রয়োজন পরিকাঠামোর উন্নয়ন। সেই উন্নয়ন ঘটাতে সরকারের সঙ্গে কর্পোরেট সেক্টরগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতকে বিশ্বের মানবসম্পদের শ্রেষ্ঠ ভাণ্ডার বলে অভিহিত করে তিনি আরও বলেন চাকরির অপ্রতুলতা ভারতবর্ষে সমস্যা নয়, সমস্যা হল সঠিক হাতে-কলমে শিক্ষা ও দক্ষতার অভাব। দেশের উন্নয়ন ঘটাতে এইসব বাধাগুলিকে অবশ্যই সরাতে হবে,প্রযোজন নিরপেক্ষ সরকারের। সেই সরকার গঠনে সামিল করতে হবে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষকেও।
http://www.anandabazar.com/4sironam.html

স্বস্তির খবর

গ্রেফতারের পর  পুলিসি অত্যাচারে আহত ছাত্রনেতা জোসেফ হোসেনের অস্ত্রপচার সফল বলে জানালেন চিকিত্সকরা। তাঁর হাত বাদ দিতে হচ্ছে না। আপাতত বিপদ মুক্ত জোসেফ। আর ২-৩ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। তবে তাঁর কব্জিতে সার ফিরতে এখনও অন্তত ৫ থেকে ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। প্রয়োজন দীর্ঘ সময়ের ফিজিওথেরাপির। 

বুধবার রাতে সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় গুরুতর জখম জোসেফকে। বৃহস্পতিবার সকালে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তাঁর হাতের ক্ষতিগ্রস্ত শিরায় অস্ত্রোপচার করেন চিকিত্সকরা। প্রতিবাদ জানাতে ধর্মতলায় এসেছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের এসএফআই নেতা জোসেফ হোসেন। সহকর্মীদের সঙ্গে গ্রেফতার হন। তারপর, বাসের মধ্যে চলে  পুলিসি অত্যাচার। পুলিসের লাঠিতে বাসের কাচ ভেঙে  জোসেফের হাতে ঢুকে যায়। ছিঁড়ে যায় ডান হাতের শিরা, ধমনী, স্নায়ু, মাংসপেশী। রক্ত বন্ধ না হওয়ায় শ্বাসকষ্ট শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। দীর্ঘ সাত ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার হয়। 

গভীর রাতে জ্ঞান আসার পর, বুধবার সকালে ২৪ ঘণ্টার উদ্যোগে জোসেফের কথা হয় তাঁর বাবার সঙ্গে। জোসেফের জন্য উদ্বিগ্ন খড়গ্রামের ভালকুন্ডি গ্রামের বাসিন্দারাও। বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালে জোসেফকে দেখতে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, এবং বাম পরিষদীয় দলের সদস্যরা। যে হাতটা তিনি বাড়িয়ে দিতেন মানুষের দিকে, জোসেফের সে হাতেই আঘাতটা গুরুতর। এই হাতটা ফের স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে  চিন্তায় ছিলেন জোসেফ। অস্ত্রপচারের পর আপাতত কিছুটা স্বস্তিতে তিনি। 

 

 

মৃত্যুর দুয়ার থেকে ফিরেও লড়াইয়ে প্রত্যয়ী জোসেফ
ছাত্র ভোটের দাবিতে আইন অমান্য অংশ নিয়েছিলেন। বেডে শুয়েও জোসেফের মুখে সেই ভোটের কথাই।---সুকান্ত মুখোপাধ্যায়।
এই সময়, কলকাতা ও বহরমপুর: মাত্র কয়েক ঘণ্টা আগেই যমে-মানুষে টানাটানি চলছিল৷ তাঁর জীবন বাঁচাতে ওটি'র মধ্যে প্রায় আট ঘণ্টা প্রাণপণ লড়াই চালিয়েছেন প্রায় দু'ডজন বিশেষজ্ঞ চিকিত্সক৷ প্রাণ সংশয় কাটলেও ডান হাতটা কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না, জানা নেই৷ তা-ও হাসপাতালের বিছানায় শুয়ে লড়াকু মেজাজে মুর্শিদাবাদের খড়গ্রামের বাম ছাত্রনেতা জোসেফ আজম হোসেন বললেন, 'সরকার কলেজে-কলেজে কেন ছাত্র-নির্বাচন করতে দিচ্ছে না? এতো গণতন্ত্রের কণ্ঠরোধ!' বুধবার সকালের শরীরী ভাষায় স্পষ্ট জোসেফের হার না মানা জেদ৷ মুখের ভাষায় স্পষ্ট রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়৷ অ্যানাস্থেশিয়ার ঘোর সত্ত্বেও দৃন্ত চাউনি৷ 

মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতেই অপারেশন হয়েছে জোসেফের হাতে৷ ঘণ্টা আটেকের লম্বা অপারেশনে জোড়া লেগেছে ছিঁড়ে যাওয়া ধমনী, মাংসপেশী, স্নায়ু৷ জ্ঞান ফেরে মাঝরাতে৷ হাঁফ ছেড়ে বাঁচেন ২০ সদস্যের মেডিক্যাল বোর্ড৷ ডাক্তার নিষেধ করেছেন তাঁকে উত্তেজিত হতে৷ তা-ও বহরমপুর কর্মাস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রটির ক্ষোভ তুঙ্গে৷ জখম এসএফআই নেতার কথায়, 'কলকাতার ঘটনা৷ সংবাদমাধ্যম ছিল৷ তাই প্রকাশ্যে এল৷ আসলে সারা রাজ্যেই রোজ চলছে পুলিশের সন্ত্রাস৷ শাসকদলের মদতে গ্রামে গ্রামে অত্যাচার চলছে৷' 

কী ভাবে জখম হলেন? 'আইন অমান্য করার পর পুলিশ বাসে তুলেছিল৷ রানি রাসমণি অ্যাভিনিউয়ের কাছে হঠাত্ পুলিশ লাঠি চালাতে শুরু করল বাসের মধ্যে৷ আমার হাতেও একটা বাড়ি এসে পড়ল৷ লাঠির ঘায়ে ঠিক তখনই জানলার একটা কাচ ভেঙে সোজা ঢুকে গেল হাতে,' বলতে বলতে চোয়াল শক্ত হয়ে উঠছিল তরুণের৷ তাঁর অভিযোগ, হাত দিয়ে যখন ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তখনও ভ্রুক্ষেপ নেই পুলিশের৷ পরে অবশ্য পুলিশের গাড়িই পৌঁছে দেয় হাসপাতালে৷ ডান কব্জির গুরুত্বপূর্ণ একজোড়া ধমনী ছিঁড়ে গিয়ে লিটারখানেক রক্ত বেরিয়ে যাওয়ায় শরীর কিছুটা নেতিয়ে গিয়েছিল বটে, কিন্ত্ত মনের জোর হারাননি জোসেফ৷ দীর্ঘ অস্ত্রোপচারের ধকল সয়েও তাই ক্রমাগত ধিক্কার জানিয়ে গিয়েছেন পুলিশ আর শাসকদলকে৷ চিকিত্সকের পরামর্শে সকাল থেকে পেটে পড়েছে শুধু চা আর বিস্কুট৷ ডান হাতটা 'সিলিং' করে বাঁধা৷ চিকিত্সকেরা বলেছেন, ৪৮-৭২ ঘণ্টা কাটার আগে বলা যাবে না জখম হাতের ভবিষ্যত্৷ আরও ভালো চিকিত্সার আশায় বুধবার রাতে জোসেফকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি হাসপাতালে৷ 

আত্মীয়-বন্ধুরা বলছিলেন, জোসেফের এই লড়াকু মানসিকতা সেই ছোটবেলা থেকেই৷ ৫০-৬০ জন এসএফআই সদস্য-সমর্থককে নিয়ে কলকাতা পৌঁছেছিলেন খড়গ্রাম জোনাল কমিটির সম্পাদক জোসেফ৷ মেডিক্যালের জরুরি-বিভাগে মঙ্গলবার রাতভর টেনশনে কাটিয়েছে তাঁর বন্ধু সন্দীপ, সন্দীপন, মিঠু, এসএফআইয়ের মুর্শিদাবাদ জেলা সভাপতি ধ্রবজ্যোতি ঘোষ৷ তাঁদের কথায়, 'জোসেফের মা-বাবা জানেন, রাজনৈতিক লড়াইতে এমন ঘটনা মাঝেমধ্যে ঘটেই৷ ওঁরাও রাজনীতি করেন৷ বাবা আজাদ হোসেন পঞ্চায়েত সচিবের কাজ করেন৷ কো-অর্ডিনেশন কমিটির সদস্য৷ মা-ও পার্টিমেম্বার৷' ভোর হতেই বাস ধরে কলকাতায় এসেছেন জোসেফের মামা ইসমাইল মণ্ডল৷ টিভির খবর দেখেই স্কুল শিক্ষক মামা জানতে পেরেছিলেন, জখম ছেলেটি আসলে তাঁর ভাগ্নে৷ এই ঘটনার পরে কি তাঁরা ছাত্র রাজনীতিতে বাধা দেবেন জোসেফকে? ইসমাইলের চটজলদি জবাব, 'না, না৷ মসিউরের (জোসেফের ডাকনাম) প্রবল জেদ৷ একেবারে ভয়ডর নেই৷ ওর মা-বাবার মানসিকতাই পেয়েছে৷' 

এই মানসিকতার কাছেই যেন নত হতে হচ্ছে শাসকদলকেও৷ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমুল সভাপতি মহম্মদ আলি বলেন, 'খড়গ্রামের দলীয় নেতাদের বলেছি জোসেফের বাড়ি গিয়ে ওঁর পরিবারের পাশে দাঁড়াতে৷' 

 

 

 

বাড়ির বাইশ বছরের তরতাজা ছেলে হারিয়ে গিয়েছে চিরতরে৷ সম্ভবত, সেই ক্ষতির গভীরতা বোঝেন কেবল এক পুত্রশোকে মূহ্যমান বাবা৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যের আশ্বাস ফিরিয়ে দিতে দু’বার ভাবেননি নিহত এসএফআই নেতা সুদীপ্তর বাবা প্রণব গুপ্ত৷ বুধবার সকালে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিবারকে তিনি যাবতীয় সাহায্য করতে প্রস্তুত৷ 
কিন্তু, সুদীপ্তর বাবা সাফ জানিয়ে দেন, টাকা পয়সার লোভ দেখাচ্ছেন ? আমি নেব না৷ আমি ভিক্ষা নেব না৷ 
অনেকেই প্রশ্ন তুলেছেন, সুদীপ্ত কি রাস্তার সস্তা রাজনীতির আরও একজন শিকার? বুধবার ক্ষোভের রেশ টের পাওয়া গিয়েছিল তাঁর দিদির কথায়৷ কিন্তু, বৃহস্পতিবার সকালেই শোনা গেল ভিন্ন এক সুর৷ 
প্রতি-পক্ষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে একটি চাকরির আবেদনও জানান সুমিতা৷ কিন্তু, বৃহস্পতিবার আবার তাঁর স্বামী জানান, তাঁর স্ত্রী আবেগের বশে ওই মন্তব্য করেছিলেন৷ তাঁদের একমাত্র দাবি, দোষীরা শাস্তি পাক৷ 
বয়ানের এই ফারাক ঘিরে অবশ্য রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তবে কি দলের বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আর্জিতে অস্বস্তিতে পড়ে সিপিএম নেতৃত্বই পরিবারকে বয়ান বদলের জন্য চাপ দিয়েছে? যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা রবীন দেব৷ 
সুদীপ্তর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম৷ সেই বিতর্কে ঘি ঢেলেছিল সুদীপ্তর দিদির অভিযোগ৷ এবার তাঁর বয়ান বদল বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ 

http://www.abpananda.newsbullet.in/kolkata/59-more/35296-2013-04-04-08-30-50

 

সস্তা প্রচারের হাতিয়ার সেই আইন অমান্য
ভাই এতটা সক্রিয় রাজনীতি করে জানলে চড় মেরে হলেও আটকাতেন! বুধবার কথা বলতে বলতে ডুকরে উঠলেন সুদীপ্ত গুপ্তর দিদি সুমিতা সেনগুপ্ত: তা হলে তো আর ভাইকে হারাতে হত না! 
ভাইকে হারানোর এক দিন পরে এবিপি আনন্দের ক্যামেরার সামনে ছাত্রদের রাজনীতিতে টেনে আনারই কড়া সমালোচনা করেন সুমিতাদেবী। যাঁদের ছেলেমেয়েরা রাজনীতি করেন, সেই সব বাবা-মায়ের প্রতি সুমিতার আবেদন, “দরকার হলে ওদের চড় মেরে আটকান। বাবা-মায়ের হাতে মার খেলে বাচ্চারা মরে না। পুলিশের লাঠি খেলে মরে!” 
এমন একটা দিনে সুমিতাদেবী এই ক্ষোভ জানিয়েছেন, যে দিন সামগ্রিক ভাবে ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্রদের নিয়ে আইন অমান্যের মতো আন্দোলনে নেমে পড়াটাও সমালোচনার মুখে। রাজ্য রাজনীতির সঙ্গে যাঁরা ওয়াকিবহাল, রাজনীতির হাতিয়ার হিসেবে আইন অমান্য নিয়ে তাঁদের বক্তব্য, যুগ বদলেছে। সরকার বদলেছে। বদলেছে বিরোধী। নেতাদের মুখ বদলেছে। কিন্তু আইন অমান্যের ট্র্যাডিশন চলছেই! 
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গাঁধীর আইন অমান্যের ভিন্ন প্রেক্ষাপট এবং তাৎপর্য ছিল। যুগান্তর ঘটে গেলেও হরেক কিসিমের রাজনৈতিক দল সেই বহুল ব্যবহৃত অস্ত্র ছাড়েনি! এই ধরনের কর্মসূচিতে মুহূর্তের উত্তেজনায় অঘটন যে ঘটে যেতে পারে, নেতাদের অজানা নয়। আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভাঙতে গিয়ে সংযম হারাতে পারেন। আবার পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে কখনও সখনও বাড়াবাড়ি করে ফেলতে পারে। অতীত অভিজ্ঞতায় এমন দৃষ্টান্ত আছে বহু।
শেষ শ্রদ্ধা। এসএফআই দফতরে প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছবি: দেবাশিস রায়
এই প্রশ্নকে আরও প্রাসঙ্গিক করে দিল মঙ্গলবারের ঘটনা। সে দিন ব্যারিকেড ভেঙে আইন অমান্যের আগে রীতিমতো তপ্ত ছিল আবহ। গাঁধীবাদী আইন অমান্যের পথে কখনও হাঁটেনি বামপন্থী দলগুলি। এ দিনও তার অন্যথা হয়নি। আইন অমান্যকে গুরুত্বপূর্ণ করে দেখাতেই ছাত্র-নেতারা আবহ তপ্ত করে তোলেন। জোরালো স্লোগানের সঙ্গে নেতারা মারমুখী চেহারা নেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফলে উল্টো দিকে পুলিশও উত্তপ্ত হয়ে ওঠে। রাজনীতিরই কেউ কেউ বলছিলেন, এ যেন যুদ্ধের আগে চিৎকার-চেঁচামেচি করে লড়াইয়ের হাওয়া তৈরি করা। এই অবস্থায় সব সময় সকলের আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে ধাক্কাধাক্কি বা সংঘর্ষ হওয়াটা অসম্ভব কিছু নয়। এই হল্লার পরে যখন ধাক্কা দিয়ে ব্যারিকেড ভেঙে আইন অমান্য করতে যান ছাত্র নেতারা, তখন সেটা আর গাঁধীবাদী আন্দোলন থাকে না। 
এই ভাবে হল্লা তুলে আইন অমান্য এবং তাতে সুদীপ্তর মতো অল্প বয়সী ছাত্রদের জড়িয়ে ফেলা প্রকারান্তরে এই বিষয়টির সমালোচনা করেছেন সুমিতাদেবী। বলেছেন, “ছাত্রদের মন দিয়ে পড়াশোনা করা উচিত।” 
বলেছেন, “শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ হোক।” বলেছেন, “সিপিএমই ওর (সুদীপ্তর) মগজধোলাই করেছে। তাকে সব রকম ভাবে ব্যবহার করেছে।” মগজ ধোলাইয়ের জেরেই যে সুদীপ্তর মতো তরতাজা বহু ছাত্রছাত্রী আইন অমান্যের মতো আন্দোলনে জড়িয়ে পড়েন, সে কথা বলছেন অনেকেই। তাঁদের বক্তব্য, এই ধরনের আন্দোলনে ছাত্রদের ব্যবহার করাটা অনেক সহজ। না বুঝেই যথেষ্ট ঝুঁকির মধ্যে গিয়ে পড়েন তাঁরা। পুলিশ যে কোনও সময় মারমুখী হয়ে উঠতে পারে, ফলে বাড়তে পারে প্রাণের আশঙ্কা এ সব জেনেও রাজনৈতিক নেতারা আইন অমান্যের মতো এমন ঝুঁকিপূর্ণ আন্দোলন থেকে বিরত হন না! 
কেন? রাজনীতির কুশীলবেরাই একান্ত আলাপে স্বীকার করেন, এতে প্রচার পাওয়া যায় ভাল। সামান্য একটু গোলমাল বাধিয়ে দিতে পারলে আজকের ২৪ ঘণ্টার নিউজ চ্যানেলের জমানায় তো আরও কপাল খুলে গেল! প্রশাসকেরা মনে করেন, সরকারি আইন, প্রশাসনের নিয়ম-নীতি মানছি না এইটা দেখাতে পারলে বেশ বীরত্ব দেখানো যায়। তাই ঝুঁকি, উত্তেজনা, সংঘর্ষ এবং ক্ষয়ক্ষতি, মায় প্রাণহানির পরোয়া না-করে আইন অমান্যের চল দিব্যি চালু!
সুমিতা সেনগুপ্ত (সুদীপ্তর দিদি)

যদি জানতাম ভাই এতটা সক্রিয় রাজনীতি করে,
তা হলে চড় মেরে আটকাতাম।
এবং কী আশ্চর্য! পৃথিবীর আর যে কোনও বিষয়ে যাঁরা ভিন্ন মেরুতে অবস্থান করবেন, আইন অমান্যের বেলায় তাঁরা ভাই ভাই! বাম-ডান, সিপিএম-তৃণমূল সবাই নানা সময়ে নানা কারণে আইন অমান্য করেছে। ভবিষ্যতেও করবে। আন্দোলনের এমন ধারার যে বিকল্প নেই, সমস্বরে তা-ই বলছেন সিপিএমের শ্যামল চক্রবর্তী, তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়, কংগ্রেসের মানস ভুঁইয়া। এমনকী, এসইউসি-র প্রভাস ঘোষও।
ছয়-সাতের দশকে বাম ছাত্র আন্দোলনের বিখ্যাত জুটি ছিলেন শ্যামল-সুভাষ। বিশ্বব্যাঙ্কের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারার সফরের বিরুদ্ধে কলকাতা কাঁপিয়ে দিয়েছিলেন তাঁরা! সুভাষ চক্রবর্তী প্রয়াত। তাঁর এককালীন সঙ্গী, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলবাবু বলছেন, “রাজনৈতিক দল হিসাবে আমাদের লক্ষ্য এমন আন্দোলনের কর্মসূচি নেওয়া, যাতে সমাজের সব অংশের মানুষ অংশগ্রহণ করতে পারেন। আইন অমান্য সেই রকমই একটা যুগোত্তীর্ণ আন্দোলনের পদ্ধতি। ব্যারিকেড পেরিয়েও আন্দোলনকারীরা তো পুলিশের কাছেই যায়! এতে অশান্তির কিছু নেই। ‘সিস্টেমে’র প্রতি অনাস্থা প্রকাশের জন্য প্রতীকী অর্থে এই আন্দোলন করা হয়। সব দল করে। আগেও হয়েছে, এখনও হয়।” তবে একই সঙ্গে বর্ষীয়ান নেতা শ্যামলবাবুর বক্তব্য, “আমরা বহু আইন অমান্য করেছি। কিন্তু পুলিশের হেফাজতে চলে যাওয়ার পরে মঙ্গলবার কলকাতায় যেমন ঘটনা ঘটেছে, কখনও কোথাও হয়েছে বলে শুনিনি!”
বস্তুত, মঙ্গলবার শহরে প্রশাসন তথা শাসক দলের ভূমিকাও সব মহলকে বিস্মিত করেছে! ওই দিন বাম ছাত্র সংগঠনগুলির আইন অমান্যের অনুমতি দেওয়া হয়েছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে। একই জায়গায় পরে বামফ্রন্টের পঞ্চায়েত ভোট নিয়ে অবস্থানেরও অনুমতি ছিল। কিন্তু তৃণমূল যে রাতারাতি মেট্রো চ্যানেলে অবস্থান কর্মসূচি নিয়েছিল, তার কোনও আনুষ্ঠানিক অনুমতিই ছিল না! স্বভাবতই প্রশ্ন, শাসক দলই যদি আইনের শাসনের তোয়াক্কা না-করে, বিরোধীদের কাছে কী প্রত্যাশা করা হবে? ধর্মতলাকে কেন্দ্র করে কাছাকাছি সময়ে তিনটি কর্মসূচি পুলিশের ঘাম ছুটিয়ে দিয়েছিল। যদিও অপ্রীতিকর ঘটনাটি শেষ পর্যন্ত ঘটেছে প্রেসিডেন্সি জেল চত্বরে।
বর্তমান শাসক দলের নেতারাও নীতিগত ভাবে আইন অমান্যে অন্যায়ের কিছু দেখছেন না। বামেদের যেমন শ্যামল-সুভাষ, কংগ্রেসের ছাত্র পরিষদের তেমনই সোনালি জুটি ছিল প্রিয়-সুব্রত। অধুনা রাজ্য সরকারের বর্ষীয়ান মন্ত্রী সুব্রতবাবু সাফ বলছেন, “আইন অমান্যের কোনও বিকল্প এখনও কেউই ভেবে উঠতে পারেনি। স্বাধীনতার পর থেকে এই আন্দোলনটাকে বড় জায়গায় নিয়ে গিয়েছে কমিউনিস্টরা। আমরা ওদের দেখে অনেক কিছুই শিখেছি। এটাও শিখেছি! একটা দল এই আন্দোলন করে যদি বড় হতে পারে, আমরাই বা কেন পারব না?” ছাত্র পরিষদের এই বিখ্যাত প্রাক্তনীর মতে, নীতি ও আদর্শের ভিত্তিতে আইন অমান্য হলে তাতে অন্যায় কিছু নেই। কিন্তু সে আন্দোলন যদি ক্ষমতার খেলার অংশ হয়, শুধু ছবি তোলা উদ্দেশ্য হয় তা হলে তার পরিণতি ভাল হতে পারে না। আর ঝুঁকি, হিংসার আশঙ্কা? সুব্রতবাবুর জবাব, “সেটা নেতৃত্বের উপরে নির্ভর করে। আমাদের সৌভাগ্য, প্রিয়রঞ্জন দাশমুন্সির মতো এক জন সেনাপতি পেয়েছিলাম! ছাত্রদের উপরে যার ‘সুপ্রিম কন্ট্রোল’ ছিল। আমার মনে আছে, এক বার পুলিশের ব্যাজ খুলে নেওয়ার ডাক দেওয়া হল। এক ঘণ্টা আগে প্রিয়দা বলল, কেউ ও সব করবে না। কেউ কিন্তু পুলিশের উর্দি বা টুপিতে হাত দেয়নি!”
ছাত্র পরিষদেই হাতে খড়ি-হওয়া কংগ্রেস নেতা মানস ভুঁইয়া যুক্তি দিচ্ছেন, “কোনও সিদ্ধান্ত পছন্দ না-হলে গণতন্ত্রে আমি কি বোমা মারতে পারি? পেট্রোল ঢেলে আগুন ধরাতে পারি? না! ১৪৪ ধারা ভেঙে চোখে আঙুল দিয়ে সরকারকে দেখাতে পারি, তোমার নিয়ম মানছি না! আইন অমান্য আন্দোলনের দর্শনটা এই জায়গায়।” তাঁর মতে, পুলিশ বা আন্দোলনকারীদের ভুলে কোনও ঘটনা ঘটলে তা আলাদা প্রশ্ন। কিন্তু গাঁধীবাদী এই আন্দোলনের ঘরানা সেটা নয়।
কলকাতার রাস্তায় আইন অমান্যের নামে পুলিশের মনে বছরের পর বছর ভয় ধরিয়ে দিত এসইউসি। প্রতি বছর ৩১ অগস্ট তারা নিয়ম করে আইন অমান্য করে। এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাসবাবুর ব্যাখ্যা, “প্রাক্-স্বাধীনতা আমল থেকে চলে-আসা এই আন্দোলনের ঐতিহ্য ত্যাগ করতে হবে, এমন কোনও কারণ তো ঘটেনি! মিছিল, অবস্থান, ধর্মঘটের মতো এটাও গণতান্ত্রিক আন্দোলনের একটা পদ্ধতি। আন্দোলনকারীরা জানে, তারা গ্রেফতার বরণ করবে। পুলিশও জানে, আন্দোলনকারীরা গ্রেফতার বরণ করবে। এতে সমস্যা কোথায়?” প্রভাসবাবু উদাহরণ দিচ্ছেন, ১৯৯০ সালে তাঁদের আইন অমান্যে পুলিশের গুলিতে মাধাই হালদারের প্রাণ গিয়েছিল। সেটা পরিস্থিতি মোকাবিলার ব্যর্থতা। আন্দোলনের নয়। আন্দোলন নির্বিকল্প! সুদীপ্ত গুপ্তের প্রাণ এমন কী আর দামি?

 

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে শহর জুড়ে প্রতিবাদের ঝড়৷ মিছিল, মিটিং, সমাবেশ৷ এদিন সন্ধে ছ’টা নাগাদ গড়িয়া থেকে বামেদের মিছিল শুরু হয়৷ গাঙ্গুলি বাগান, বাঘাযতীন হয়ে নেতাজি নগর পর্যন্ত মিছিল যায়৷ মিছিলে পা মেলান সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, রবীন দেব, তড়িত্‍ তোপদার, মনোজ বন্দ্যোপাধ্যায় সহ বহু বাম নেতা-কর্মী৷ এরপর নেতাজি নগরে সভা করেন তাঁরা৷ 
সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনাকে ছোট ও তুচ্ছ ঘটনা বলায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র৷ 
এদিন সুদীপ্ত গুপ্তর বাড়ি যান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়৷ সুদীপ্তর বাবার সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলেন তাঁরা৷ ক্ষোভ উগরে দেন সদ্য পুত্র হারা বৃদ্ধ৷ 
সুদীপ্তর মৃত্যুকে ছোট ঘটনা আখ্যা দেওয়ায় মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য৷ 
এদিকে, সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে এদিন হাইকোর্ট, সিটি সিভিল কোর্ট ও ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান গণতান্ত্রিক আইনজীবী ফেডারেশনের সদস্যরা৷ তাঁদের দাবি, সুদীপ্তর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে৷ না হলে তাঁরা আইনি পদক্ষেপ করবেন৷

 

 

http://www.abpananda.newsbullet.in/kolkata/59-more/35313-2013-04-04-15-00-26

 

বেঙ্গালুরু ও কলকাতা:সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনাতেও ছোট ঘটনার তত্ত্ব খাড়া করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, সংবাদমাধ্যমকে এখনই সিদ্ধান্তে না পৌঁছতে পরামর্শ দিল কলকাতা পুলিশ৷ পাশাপাশি, সুদীপ্ত গুপ্তকে লাঠি দিয়ে মারার অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে পুলিশ৷ এদিকে,রাজ্যপাল এম কে নারায়নন তদন্ত শেষ হওয়ার আগে কোনওরকম সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য এদিন কার্যত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে৷ রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী থেকে পুলিশ, সবাই সুদীপ্তর মৃত্যু নিয়ে তদন্ত শেষ হওয়ার আগেই যেভাবে ‘দুর্ঘটনা’র সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন, হয়ত তার জেরেই রাজ্যপালের এই আবেদন৷


আজ বেঙ্গালুরু পৌঁছে সুদীপ্তর মৃত্যু সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, একটি ছোট ও তুচ্ছ ঘটনা৷ পুলিশি অত্যাচারের অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, এটি দুর্ঘটনা৷ এমনকী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট দেখে নিন৷ এর কিছুক্ষণ আগে লালবাজারে এক  সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের বিশেষ অতিরিক্ত কমিশনার, সদর জাভেদ শামিম সুদীপ্তর দেহে লাঠি বা রডের আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়ে বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কোন সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না 
কিন্তু, তিনি নিজে কিংবা মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে পৌঁছে গেলেও, সংবাদমাধ্যমকে পরামর্শ দেওয়ার সুযোগ ছাড়লেন না বিশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জাভেদ শামিম৷  তাঁর অভিযোগ, বিভিন্ন সংবাদমাধ্যম সুদীপ্তর মৃত্যুর কারণ নিয়ে সিদ্ধান্তমূলক রিপোর্ট করছে৷ যার ফলে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে৷ কিন্তু, তদন্ত শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর রায় ঘোষণা তদন্তকে প্রভাবিত করবে না? কয়েক মুহূর্ত আগে সংবাদমাধ্যমকে পরামর্শ দেওয়া জাভেদ শামিম কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না৷

যে জাভেদ শামিম সংবাদমাধ্যমকে  পরামর্শ দিচ্ছেন, তিনি কিন্তু নিজেই ঘটনার দিন তদন্ত শুরু হওয়ার আগে দুর্ঘটনার তত্ত্ব সামনে এনেছিলেন৷ তার পরের দিন খোদ মুখ্যমন্ত্রী৷ তবে, এসব সত্ত্বেও, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর কিন্তু আপ্রাণ চেষ্টা করলেন জাভেদ শামিম৷
উল্লেখ্য, পুলিশ-প্রশাসন, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনার তত্ত্ব খাড়া করতে চাইছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে৷  মুখ্যমন্ত্রী তদন্ত শেষ হওয়ার আগেই পার্কস্ট্রিট, কাটোয়ায় গণধর্ষণের ঘটনাকে সাজানো আখ্যা দিয়েছিলেন৷ রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনাকে ছোট্ট আখ্যা দিয়েছিলেন তিনি৷ এধরনের বিভিন্ন ঘটনাকে খাটো করে দেখানোর যে প্রবণতা তিনি দেখিয়েছেন সুদীপ্তর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাতেও তা বজায় রাখলেন৷।
গতকালই এসএসকেএম হাসপাতালে গিয়েও সুদীপ্তর মৃত্যুর ঘটনায় পুলিশের ল্যাম্পপোস্টে ধাক্কার তত্ত্বে সিলমোহর দিয়ে তিনি বলেছিলেন, তাঁদের দলের অনেক কর্মীও ট্রেনে যেতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে মারা গেছেন৷ এদিনও বিচারবিভাগীয় তদন্তের প্রসঙ্গ তিনি এড়িয়েই গিয়েছেন৷  
এভাবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়ার পর ঘটনার তদন্ত আর সঠিক পথে এগোতে পারে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে৷ মুখ্যমন্ত্রীর অবস্থানকেই কার্যত সমর্থন করে সুদীপ্ত গুপ্তকে লাঠি দিয়ে মারার অভিযোগ আজ কার্যত খারিজ করে দিয়েছে পুলিশ৷ এদিন, জাভেদ শামিম দাবি করেন, সুদীপ্তর মাথায় ভোঁতা স্থির বস্তুর আঘাতের উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে৷ লাঠি, বা রডের আঘাতের কোনও চিহ্ন নেই৷ 

http://www.abpananda.newsbullet.in/state/34-more/35310-2013-04-04-13-29-24

 

 

ছাত্র-মৃত্যুতে চালক গ্রেপ্তার, বেজায় ক্ষুব্ধ বাসের সংগঠন
এই সেই পোস্ট।----নিজস্ব ছবি।
এই সময়: তরুণ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যু পুলিশের মারে হয়নি--প্রমাণ করতে প্রশাসনের তত্পরতা অন্য মাত্রা পেল বুধবার৷ বেপরোয়া বাস চালানোর ফলেই এই মৃত্যু, এটা দেখাতে যে বাসে মঙ্গলবার আইন-অমান্যকারী এই ছাত্রনেতাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছিল--তার চালককে গ্রেপ্তার করা হল৷ এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ বাস-মালিক সংগঠনের নেতৃত্ব৷ সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে সংগঠনের তরফে পাল্টা অভিযোগে বলা হয়েছে, প্রশাসন নিজের গাফিলতি ঢাকতেই চালকের ঘাড়ে দায় চাপাচ্ছে৷ তাদের সাফ কথা, আইন-অমান্যকারী ছাত্রছাত্রীদের ধরে বাসে তোলার পর গাড়ির দায়িত্বও পুলিশের৷ পুলিশের নির্দেশেই বাস চলেছে৷ সুদীপ্তর মৃত্যুর দায় এড়াতেই চালককে কাঠগড়ায় তুলেছে সরকার৷ 

পুলিশের মারের ফলেই সুদীপ্তর মৃত্যু হয়েছে--পরিবার ও এসএফআই নেতারা মঙ্গলবারই এই অভিযোগ করেছিলেন৷ অন্য দিকে, পুলিশ-প্রশাসনের তরফে দাবি করা হয়, লাইটপোস্টে ধাক্কা লেগে‌ই মারা গিয়েছেন ওই তরুণ৷ বেপরোয়া বাস চালানোর ফলেই ধাক্কা লাগে৷ এই তত্ত্ব প্রতিষ্ঠা করতেই বুধবার বাস-চালককে গ্রেপ্তার করা হয়৷ আর তার পরেই বাস সংগঠনের তোপের মুখে পড়ে প্রশাসন৷ বেঙ্গল বাস-সিন্ডিকেটের শীর্ষ নেতা দীপক সরকারের বক্তব্য, 'ধৃত ছাত্রদের পুলিশই জোর করে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল৷ তখনই সম্ভবত মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ চালক বা খালাসি তো ছাত্রদের ধাক্কা মারেননি, তা হলে তাঁদের কেন দায়ী করা হবে? চালক-খালাসি দোষ করলে ছাত্ররাই রুখে দাঁড়াতেন৷' 

সরাসরি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন মিনিবাস অপারেটর্স কমিটির সাধারণ সম্পাদক অবশেষ দাঁ-ও৷ তিনি মনে করেন, নিজেদের দায় এড়াতেই চালককে ধরেছে প্রশাসন৷ তাঁর বক্তব্য, 'পুলিশ ওই বাস নিয়ে নেওয়ার পর তা পুলিশের সম্পত্তি৷ তাই তখন বাসের চালককে পুলিশের নির্দেশেই চলতে হয়৷ বাসের দায়িত্ব পুলিশ নিলে তা সরকারের খাস দখলে চলে যায়৷ তখন যাত্রীদের সব দায়িত্বই পুলিশের৷' অবশেষবাবুর অভিয়োগ, 'সরকার নিজেদের গাফিলতি ঢাকতেই চালককে ধরেছে৷ অত্যন্ত অন্যায় কাজ করেছে স
start_blog_img