বাংলাদেশে বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘন্টা হরতালের আজ শেষদিনে রাজধানী ঢাকায় বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বন্দরনগরী চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে একজন স্কুলছাত্রী আহত হয়েছে।
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট আটক নেতাকর্মিদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী এই হরতাল কর্মসূচি নেয়।
ঢাকার বাইরে সাতক্ষীরাসহ কয়েকটি জায়গা থেকে হরতাল সমর্থক এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে।
হরতালে যাত্রীদের দূর্ভোগ
ঢাকায় বিভিন্ন জায়গায় হরতাল সমর্থকরা মিছিল করেছে ।
কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরন এবং যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।
কয়েটি গাড়ি আগুন দিয়ে পোড়ানোর ঘটনাও ঘটেছে।
ঢাকার বাইরে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কর্মিদের সাথে সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ছুড়েছে।
রাজশাহীতে পুলিশের উপর ককটেল হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি জায়গা থেকেও হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে।
এসময় ঢাকার ফার্মগেট এলাকায় হরতালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফি বলেন বিএনপি দেওয়া হরতাল সাধারণ মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে।
এছাড়া প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী একটি মানব বন্ধন হয়েছে। মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা এসময় বলেন রাজনৈতিক আন্দোলনের কর্মসূচী হিসেবে হরতাল হতে পারে তবে তার অন্তত এক সপ্তাহ আগে এর ঘোষণা আসা উচিত।
বন্দরনগরী চট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন স্কুল ছাত্রী আহত হয়েছেন।
এছাড়া সাতক্ষিরা জেলার বিনেরপাতা এলাকায় পুলিসের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার পুলিস সুপার মোহাম্মদ আসাদুজ্জান।
বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আটক নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টার এই হরতাল কর্মসূচি বিরোধী জোট।
হরতাল শেষে নয়া পল্টনের বিএনপির কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছে গত দুদিনে দেশ ব্যাপী তাদের শান্তিপূর্ন মিছিল ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে ।
এবং এই টানা হরতাল সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে পালন করেছে বলে দাবি করনে।
হরতালে গতকালের মত আজও রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।
http://www.bbc.co.uk/bengali/news/2013/03/130328_fp_strike_day2.shtml
সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে পুলিসি অত্যাচারের যে অভিযোগ উঠছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই অভিযোগই আরও জোরালো হচ্ছে। শুধুমাত্র মাথাতেই নয়, সুদীপ্তর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
তাঁর চোয়ালে গুরুতর জখম রয়েছে। দু চোখের মাঝখানে, অর্থাত্ কপালেও মিলেছে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হয়েছে ।