Victims Of Power Poitics!
Sign in

Victims of Power Poitics!


আর কত রক্তনদী বইবে এপার বাংলায় ওপার বাংলায় ক্ষমতা দখলের আত্মঘাতী লড়াইয়ে?এই  ছাত্রবিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিথর হয়ে গিয়েছে ২৩ বছরের সুদীপ্ত। আড্ডার ফাঁকে একবার রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলে, যে সুদীপ্ত থামতে চাইতেন না, আজ তিনি চিরঘুমে আচ্ছন্ন।কত ছেলেমেয়ের প্রাণের বিনিময়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে সুস্থ জীবনের অধিকারী হতে পারব?ওপার বাংলায় বাঙ্গলা জাতিয়তাবাদের জয়ঘোষচাপা পড়ে যাচ্ছে ক্ষমতাদখলের লড়াইয়ে।দক্ষিনপন্থী ধর্মান্ধ রাজনীতিকে হাতিয়ার করে ক্ষমতাদখলের লড়াইয়ে বলি হচ্ছে সংখ্যালঘুরা।এপার বাংলায় ব্রাহ্মণ্যতান্ত্রিক ব্যবস্থা জিইয়ে রেখে বাঙ্গালি হিন্দু রাষ্ট্রের পরিবেশে রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি রোজ।আকাশ বাতাস বিষাক্ত এখন।বিষময় পরিবেশ।কেউ কাউকে এক ইন্চি জায়গা ছাড়তে নারাজ। সমস্ত রাজ্যবাসী দ্বিধা বিভক্ত।জিতলেই হবে।যে কোনও মুল্যে জয় চাইই।দুর্যোধনের রণহুন্কারে স্তব্ধ মানবতা


পলাশ বিশ্বাস


আর কত রক্তনদী বইবে এপার বাংলায় ওপার বাংলায় ক্ষমতা দখলের আত্মঘাতী লড়াইয়ে?এই  ছাত্রবিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিথর হয়ে গিয়েছে ২৩ বছরের সুদীপ্ত। আড্ডার ফাঁকে একবার রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলে, যে মথামতে চাইতেন না, আজ তিনি চিরঘুমে আচ্ছন্ন।কত ছেলেমেয়ের প্রাণের বিনিময়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে সুস্থ জীবনের অধিকারী হতে পারব?ওপার বাংলায় বাঙ্গলা জাতিয়তাবাদের জয়ঘোষচাপা পড়ে যাচ্ছে ক্ষমতাদখলের লড়াইয়ে।দক্ষিনপন্থী ধর্মান্ধ রাজনীতিকে হাতিয়ার করে ক্ষমতাদখলের লড়াইয়ে বলি হচ্ছে সংখ্যালঘুরা।এপার বাংলায় ব্রাহ্মণ্যতান্ত্রিক ব্যবস্থা জিইয়ে রেখে বাঙ্গালি হিন্দু রাষ্ট্রের পরিবেশে রক্তাক্ত হচ্ছে বাংলার মাটি রোজ।আকাশ বাতাস বিষাক্ত এখন।বিষময় পরিবেশ।কেউ কাউকে এক ইন্চি জায়গা ছাড়তে নারাজ। সমস্ত রাজ্যবাসী দ্বিধা বিভক্ত।জিতলেই হবে।যে কোনও মুল্যে জয় চাইই।দুর্যোধনের রণহুন্কারে স্তব্ধ মানবতা

UN on BD violenceবাংলাদেশে চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যেকোন দাবি আদায়ে সহিংস কর্মকান্ডের পরিবর্তে শান্তিপূর্ণ সমাবেশের আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ দল।

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের রায়কে কেন্দ্র করে নিরাপত্তাবাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের প্রেক্ষিতে এই আহ্বান জানালো জাতিসংঘ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সহিংসতায় এ পর্যন্ত ৮৭ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরো কয়েকশ মানুষ। রাষ্ট্র কিংবা অন্য কোন পক্ষ থেকে কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে বিশেষজ্ঞ দলটি।

 

হেফাজতে ইসলামের সাথে সমঝোতার চেষ্টা, গণজাগরণ মঞ্চ বন্ধের উদ্যোগ ও ব্লগারদের গ্রেপ্তারের মাধ্যমে শাহবাগ আন্দোলন নিয়ে আগের অবস্থান থেকে  সরে যাচ্ছে সরকার। তবে অবস্থানের এই পরিবর্তনকে নীতিগত বলে মনে করেন না তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। অন্যদিকে আরেক সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান একে দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পাশাপাশি রোববার গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে জোরালো দাবি ওঠে গণজাগরণ মঞ্চ বন্ধ করার। সোমবার গণভবনে একইভাবে ইসলাম নিয়ে কটাক্ষকারীদের বরদাস্ত করা হবে না বলে তরিকত ফেডারেশনের নেতাদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার গণজাগরণ মঞ্চের তিন ব্লগারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। শিগগিরই সাইবার ট্রাইব্যুনালের কাজ শুরুর কথা জানান আইনমন্ত্রী।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান ও মনে করেন সরকারের নীতির পরিবর্তন হয়নি। গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলামের মধ্যে সংঘাতময় পরিস্থিতি এড়াতে সরকার কৌশল পরিবর্তন করেছে। নীতি কিংবা অবস্থান পরিবর্তন যাই হোক, সংঘাত এড়াতে সরকার সমঝোতার পথ বেছে নেবে বলে মনে করেন তারা।

 

 

বর্তমান সরকারের শাসন থেকে পরিত্রাণ চায় মানুষ

মির্জা ফখরুল ইসলামদেশের মানুষ সরকারের হাত থেকে পরিত্রাণ চায় উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীতে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

১৮ দল দেশের সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আর নিজেদের  সব ব্যর্থতা  থেকে জনগনের দৃষষ্টি অন্যদিকে ফেরাতে সব দোষ বিরোধী দলের ওপর চাপাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

 

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে সরকার

PM On Otismদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত ডেনমার্কের উন্নয়ন সহযোগী মন্ত্রী ক্রিস্টান ফ্রিজ ব্যাক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার গত চার বছরে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করেছে। কেউ নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তুলতে পারেনি। সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনও প্রশয় দেয়া হবে না উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময় দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উন্টার গেমসে ফ্লোর হকি খেলায় অংশ গ্রহণকারী ও স্বর্ণ পদক জয়ী বাংলাদেশ দলের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতার স্বতেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার যুগোপযোগী পদক্ষেপ উদ্দ্যেগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

অন্যদিকে রাজ্যের চাষিরা অর্থনৈতিক অনটনে আত্মহত্য করতে বাধ্য হচ্ছে অথছ কৃষক শ্রমিক আন্দোলন এখনও শুরু হয়নি।দিল্লীতে, এলাহাবাদে বা বেনারসেও তুমুল ছাত্র আন্দোলন রাজনীতি হয়, কিন্তু সেখানে এভাবে ছাত্র নির্ভর রাজনীতি হয় না।রাজনৈতিক নেতারা গা বাঁচিয়ে রাজনীতি করবেন।তাঁদের স্বজনদের গায়ে আঁচড়টি পড়বে না।আত্মঘাতী লড়াইয়ে দুপক্ষের তরফেই মারা পড়বে সাধারণ মানুষ।হারাতে হবে তাজা টাটকা প্রাণ ,যেমন সুদীপ্তকে হারাতে হল।কোনো প্রতিবাদ, ধিক্কার , শোক জ্ঞাপনে সে আর ফিরবে না

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর কারণ নিয়ে তরজা অব্যাহত৷  সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই বিচারবিভাগীয় তদন্তের দাবি করে বামেরা৷ কিন্তু, একদিন কেটে গেলেও প্রশাসনের তরফে সে প্রসঙ্গে কোনও প্রত্যুত্তর মেলেনি৷ বরং এদিন এসএসকেএমে গিয়ে লাইট পোস্টে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা ঘটেছে, কার্যত পুলিশের এই তত্ত্বেই সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷ মুখ্যমন্ত্রীর কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন নিহত সুদীপ্তর দিদি৷ বললেন, যে কোনও ঘটনাই দুর্ভাগ্যজনক বলে দায় এড়ানো যায় না৷ সুবিচার দরকার৷ এটা স্বাভাবিক মৃত্যু নয়৷ তাই এই ঘটনার প্রকৃত তদন্ত প্রয়োজন৷ মুখ্যমন্ত্রীর সুবিচারের প্রতিশ্রুতি অন্তত দেওয়া উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেছেন৷ 

মঙ্গলবার দুপুরে ধর্মতলা থেকে আরও কয়েক হাজার এসএফআই কর্মী-সমথর্কের সঙ্গে গ্রেফতার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সুদীপ্তকে৷ সেই সময় পথেই গুরুতর আহত হন তিনি৷ দুপুরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়৷ সন্ধ্যায় মারা যান সুদীপ্ত৷ ।
কীভাবে সুদীপ্তর মৃত্যু হল, তা নিয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানে বিস্তর ফারাক উঠে এসেছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের মারে বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে সুদীপ্তর৷  শুধু তাই নয়, পড়ে যাওয়ার পরও মার থামেনি৷ পুলিশের অবশ্য দাবি, প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে বাসের গেটে ঝোলার সময় লাইটপোস্টে ধাক্কা খেয়েই দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশের এই তত্ত্বেই সায় দিয়ে বুধবার সকালে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ট্রেনে যাতায়াতের সময় পোস্টে ধাক্কা লেগে অনেক তৃণমূল কর্মীরও মৃত্যু হয়েছে৷ রাজনৈতিক মহলের অভিমত, তাঁর মন্তব্যে এমন একটা ধারনা তৈরি হয়েছে যে, সুদীপ্তর মৃত্যুর ভয়াবহতাকে তিনি খানিকটা লঘু করেই দেখাতে চাইলেন৷
এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়েছিলেন সুদীপ্তর পরিবারকে সমবেদনা জানাতে৷ কিন্তু তাঁর ওই মন্তব্যে খানিকটা হলেও ক্ষোভ তৈরি হয় সেখানে উপস্থিত থাকা এসএফআই নেতা ও কর্মীদের মধ্যে৷ সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে না হলেও  স্লোগান দিতে শুরু করেন তাঁরা৷ এসএফআই নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী এসএসকেএমে গেলেও সুদীপ্তর সামনে গেলেন না কেন? 
হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান লালবাজারে৷ সেখান থেকে মহাকরণ৷ সুদীপ্ত গুপ্তর মৃত্যুতে এ দিন দুঃখপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, পরিবার চাইলে সবরকমের সাহায্য করবে রাজ্য সরকার৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর এই রুটিন-আশ্বাসে হতাশ নিহত সুদীপ্তর শোকার্ত পরিবার৷   
এদিকে, গতকাল গ্রেফতারির পর যে বাসে তুলে সুদীপ্ত-সহ এসএফআইয়ের কর্মী-সমর্থকদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বাসের চালকের বিরুদ্ধে হেস্টিংস থানায় মামলা রুজু করে পুলিশ৷ বাসচালক রাজা দাসের বিরুদ্ধে ৩০৪-এর ‘এ’ ধারায় গাফিলতির জেরে মৃত্যু ও ২৭৯ ধারায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ মামলা রুজু করা হয়৷ এভাবে বেসরকারি গাড়ি চালকের ঘাড়ে পুলিশ দায় চাপাতে চাইছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে৷ ।আইনঅমান্যকারীদের পুলিশ গাড়িতে করে নিয়ে যাচ্ছিল৷ পুলিশের নির্দেশেই চালক গাড়ি চালাচ্ছিলেন৷ তাই পুলিশ ঘটনার দায় এভাবে এড়াতে পারেন না বলে বিভিন্ন মহলে দাবি উঠেছে৷।
এই ঘটনায় প্রশাসনের ভূমিকায় সমালোচনায় সরব বিরোধীরাও৷ সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, ঘটনার দায় এড়াতে চাইছে সরকার৷ মুখ্যমন্ত্রীর উচিত সত্যের মুখোমুখি হওয়া৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, প্রকৃত ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে সরকার৷
চাপানউতোরের এই আবহেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, এমন কিছু বলা উচিত নয় যাতে নিহতের পরিবার আহত হয়৷ দেহ নিয়ে রাজনীতি করাও উচিত নয়৷ 
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির পাল্টা অভিযোগ, সরকার হিংসায় মদত দিচ্ছে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিও৷ 
বিরোধীদের চড়া সুরের মধ্যেও মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে অবশ্য বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷ ২২ বছরের তরতাজা যুবকের মৃত্যু ঘিরে যেখানে রাজ্য রাজনীতি উত্তাল, সেখানে ঘটনাকে শুধুই দুঃখজনক বলাটাই কি যথেষ্ট? প্রশ্ন উঠছে৷

http://www.abpananda.newsbullet.in/kolkata/59-more/35265-2013-04-03-08-46-54

 

 

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত যে ভাবে মারা গিয়েছেন তাকে সরাসরি পুলিশি হেফাজতে মৃত্যু বলেই মনে করছেন আইনজীবীরা৷ তাঁদের বক্তব্য, ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সুদীপ্ত ও অন্যান্য এসএফআই কর্মী-সমর্থকদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ এরপরই সুদীপ্তর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ নিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে বিস্তর ফারাক থাকলেও, মৃত্যু যে পুলিশ হেফাজতেই হয়েছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই আইনজীবীদের একাংশের৷ তাঁদের দাবি, এক্ষেত্রে সংবিধানের ২১ নম্বর ধারায় বেঁচে থাকার মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়েছে৷ লঙ্ঘিত হয়েছে মানবাধিকারও৷ 
আইনজীবীদের মতে, সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৭৬ নম্বর ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে৷ ম্যাজিস্ট্রেট সুরতহাল করবেন৷ পুরো ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-এর কাছে রিপোর্ট জমা দেবেন৷ একই সঙ্গে মানবাধিকার কমিশন ঘটনার তদন্ত করবে৷ 
বামেরা ইতিমধ্যেই বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সরব হয়েছে৷ আইনজীবীরা মনে করছেন, অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মীদের চিহ্নিত করে ক্লোজ করা উচিত৷ তাঁদের বিরুদ্ধে খুন বা অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে পুলিশ বাধ্য৷ 
আইনজীবীরা নিজেদের বক্তব্যের স্বপক্ষে কারণ দিতে গিয়ে সম্প্রতি রোহতাস কুমার বনাম হরিয়ানা রাজ্য সরকারের মামলার প্রসঙ্গে তুলেছেন৷ ওই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে,মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্তস্বাপেক্ষ ঠিকই৷ কিন্তু, এক্ষেত্রে যদি, কোনও প্রত্যক্ষদর্শী পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ আনে, তা হলে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে খুন বা অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা করতে বাধ্য৷ তা না করলে সংবিধানের ২১ নম্বর ধারার লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হবেন৷
সুদীপ্তর মৃত্যুর ঘটনায় আইনজীবীদের একাংশ, পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে সরব হয়েছে৷ তাঁদের বক্তব্য,সুদীপ্তদের ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়৷ এই ধারা বলছে, ধর্তব্যযোগ্য অপরাধ কেউ করতে চলেছে, এমনটা মনে হলে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ গ্রেফতার করতে পারে৷ 
কিন্তু, সুদীপ্তরা সংঘাতিক কোনও অপরাধ করার চেষ্টা করছিল বলে মনে করছেন না আইনজীবী মহলের এই অংশ৷ তাঁদের দাবি, যে কায়দায় সুদীপ্ত ও অন্যান্য এসএফআই সমর্থকদের গ্রেফতার করে বাসে তোলা হয়, তাতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে৷ 
সম্প্রতি ধনেখালিকাণ্ডে পুলিশি হেফাজতে তৃণমূলের এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে৷ সেই মামলায় , অভিযুরক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ৩০২ ধারায় কেন খুনের মামলা রুজু হয়নি তা জানতে চায় কলকাতা হাইকোর্ট৷ আইনজবীরা মনে করছেন, সুদীপ্ত গুপ্তর পরিবার চাইলে, পুরো ঘটনার তদন্ত দাবি করে আদালতের দ্বারস্থ হতে পারে৷ 

http://www.abpananda.newsbullet.in/state/34-more/35288-2013-04-03-16-33-29

 

 

এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় রুজু হয়েছে তিনটি মামলা৷ তিনটিই হয়েছে হেস্টিংস থানায়৷ ঘটনার প্রত্যক্ষদর্শী ও এসএফআই নেত্রী ডোনা গুপ্তর অভিযোগের প্রেক্ষিতে তৃতীয় মামলাও রুজু হয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে৷


এসএসকেএম হাসপাতালে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর পরই হেস্টিংস থানায় অভিযোগ জানান ঘটনার প্রত্যক্ষদর্শী ও এসএফআই নেত্রী ডোনা গুপ্ত৷ 
মঙ্গলবার রাতেই পুলিশ একটি মামলা রুজু করে৷ পুলিশের দাবি, সুদীপ্তদের বাসে ছিলেন চেতলা থানার হোমগার্ড বিশ্বজিত্ মণ্ডল৷ এসএফআইয়ের লোকজন তাঁকে মারধর করেন৷ বিশ্বজিত মণ্ডলের বিবৃতির ভিত্তিতে 
৩০৭ ধারায় খুনের চেষ্টা ও ৩৫৩ ধারায় সরকারি কর্মীকে মারধর, কর্তব্যে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পত্তির নষ্টের মামলা রুজু করে পুলিশ৷
বুধবার সকালে আরও একটি মামলা রুজু হয়৷ সুদীপ্ত গুপ্তর মৃত্যুর কারণ বেপরোয়া বাস চালানো৷ এই অভিযোগে রাজা দাস নামে এক বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷ বাস চালকের বিরুদ্ধে ৩০৪-এর ‘এ’ ধারায় গাফিলতির জেরে মৃত্যু ও ২৭৯ ধারায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ মামলা রুজু করা হয়৷ 
রাজাকে এদিন দুপুরে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়৷ সেখানেই অভিযোগকারিণী ডোনা গুপ্ত এবং তাঁর আইনজীবী বিচারকের কাছে জানতে চান, তাঁদের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানা মামলা রুজু করেছে কিনা? বিচারক এবিষয়ে সরকারি আইনজীবীকে জিজ্ঞাসা করেন৷ পুলিশের কাছে তথ্য নিয়ে সরকারি আইনজীবী জানান, ডোনা গুপ্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃতীয় মামলাটিও রুজু করেছে৷ এনিয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ডোনার আইনজীবী৷
শেষ পর্যন্ত হেস্টিংস থানা সূত্রে জানান যায়, ঘটনার প্রত্যক্ষদর্শী ও এসএফআই নেত্রী ডোনা গুপ্তর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে৷
অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মীদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনে প্ররোচনার অভিযোগে ৩০৪ ও ১১৪ ধারায় মামলা রুজু হয়েছে৷  মঙ্গলবার রাতে এসএফআই-র পক্ষ থেকে থানায় অভিযোগ জানানোর পরও মামলা রুজু করতে এতক্ষণ সময় লাগল কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ 

http://www.abpananda.newsbullet.in/state/34-more/35282-2013-04-03-14-42-32

 

 


দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রপচারের পর জ্ঞান ফিরল এসএফআই  নেতা জোশেফ হোসেনের। 

মঙ্গলবার চারটি বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা আইন অমান্য কর্মসূচীতে অংশ নেন এসএফআইয়ের খড়গ্রাম জোনাল সেক্রেটারি যোশেফ হোসেন। পুলিসের লাঠিতে বাসের কাচ ভেঙে  হাতে ঢুকে যায় তাঁর। ছিঁড়ে যায় ডান হাতের শিরা, স্নায়ু, মাংসপেশী। এর পরেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। কুড়ি জন চিকিত্সকের মেডিক্যাল বোর্ড বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত তাঁর অস্ত্রপচার চলে। চার বোতল রক্তও দেওয়া হয় তাঁকে। 

পরে গভীর রাতে জ্ঞান আসে যোশেফের। আপাতত তিনি মেডিক্যাল কলেজের চিকিত্সাধীন রয়েছেন। তবে অস্ত্রপচার সফল হয়েছে কিনা তা বুঝতে আটচল্লিশ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিত্সকরা। 

চিকিত্সায় সাড়া না দিলে বাদ দেওয়া হতে পারে যোশেফ হোসেনের আক্রান্ত হাতটি। ঘরের ছেলের জন্য চরম উত্‍কণ্ঠায় মুর্শিদাবাদের খড়গ্রামের ভালকুণ্ডি গ্রাম। এই গ্রামেরই ছেলে যোশেফ হোসেন এখন শুয়ে রয়েছেন মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে। পুলিসের মারে আহত হয়ে তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালে। 

গতকাল দিনভর টিভির পর্দায় চোখ রাখার পর কার্যত রাতভর দু-চোখের পাতা এক হয়নি ভালকুণ্ডির। এসএফআইয়ের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিতে সোমবার বাড়ি থেকে কলকাতা রওনা হন বহরমপুর কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র যোশেফ। গ্রামের যে কোনও বিপদ-আপদে তিনি সবার আগে ছুটে যেতেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সংগঠিত করতেন রক্তদান শিবির। রাজনৈতিক পরিচয় ছাড়াও মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাসে ভালকুণ্ডি গ্রামের সব পরিবারেরই ঘরের ছেলে হয়ে উঠেছিলেন এসএফআইয়ের খড়গ্রাম ব্লকের জোনাল সম্পাদক যোশেফ হোসেন।    

 

এসএফআই রাজ্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে আগামীকাল রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘট। রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের এই ডাক দেয় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় সকাল ১১ টা থেকে ১১.১৫ টা পর্যন্ত রাস্তা অবরোধ করবে এসএফআই ও ডিওয়াইএফআই। বৃহস্পতিবার, বামপন্থী ছাত্র সংগঠনগুলি রাজ্যজুড়ে ওপেন কনভেনশনের ডাক দিয়েছে। সেই কনভেনশনগুলি থেকেই বামপন্থী ছাত্র সংগঠনগুলি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাবে। 

আজ এই ঘোষণা করা হয়েছে, ডিওয়াইএফআইয়ের নেতৃত্বের তরফে। এদিকে পুলিশের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই৷ সুদীপ্তর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাসের চালক ও খালাসিকে৷ ওই বাসেই সুদীপ্ত ছিল।

এদিকে, পুলিসের মারে ছাত্রের মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য। যদিও পুলিসের দাবি, লাইটপোস্টে ধাক্কা লেগে চলন্ত বাস থেকে পড়ে গিয়েছিলেন সুদীপ্ত গুপ্ত। কিন্তু পুলিসের বয়ানের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ানে বিস্তর ফারাক ধরা পড়েছে। গতকালের ঘটনায় এসএফআইয়ের এক সমর্থক হেস্টিংস থানায় পুলিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

 

 

বাংলাদেশে টানা ৩৬ ঘন্টা হরতালের শেষদিন আজ

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 28 মার্চ, 2013 14:27 GMT 20:27 বাংলাদেশ সময়

বাংলাদেশে বিএনপির নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘন্টা হরতালের আজ শেষদিনে রাজধানী ঢাকায় বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বন্দরনগরী চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে একজন স্কুলছাত্রী আহত হয়েছে।

বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট আটক নেতাকর্মিদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী এই হরতাল কর্মসূচি নেয়।

ঢাকার বাইরে সাতক্ষীরাসহ কয়েকটি জায়গা থেকে হরতাল সমর্থক এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে।

bd strike

হরতালে যাত্রীদের দূর্ভোগ

ঢাকায় বিভিন্ন জায়গায় হরতাল সমর্থকরা মিছিল করেছে ।

কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরন এবং যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে।

কয়েটি গাড়ি আগুন দিয়ে পোড়ানোর ঘটনাও ঘটেছে।

ঢাকার বাইরে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কর্মিদের সাথে সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ছুড়েছে।

রাজশাহীতে পুলিশের উপর ককটেল হামলার ঘটনা ঘটেছে।

এছাড়া নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি জায়গা থেকেও হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে।

এসময় ঢাকার ফার্মগেট এলাকায় হরতালের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফি বলেন বিএনপি দেওয়া হরতাল সাধারণ মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে।

এছাড়া প্রেসক্লাবের সামনে হরতাল বিরোধী একটি মানব বন্ধন হয়েছে। মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা এসময় বলেন রাজনৈতিক আন্দোলনের কর্মসূচী হিসেবে হরতাল হতে পারে তবে তার অন্তত এক সপ্তাহ আগে এর ঘোষণা আসা উচিত।

বন্দরনগরী চট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন স্কুল ছাত্রী আহত হয়েছেন।

এছাড়া সাতক্ষিরা জেলার বিনেরপাতা এলাকায় পুলিসের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরার পুলিস সুপার মোহাম্মদ আসাদুজ্জান।

বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের আটক নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের দাবিতে দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টার এই হরতাল কর্মসূচি বিরোধী জোট।

হরতাল শেষে নয়া পল্টনের বিএনপির কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছে গত দুদিনে দেশ ব্যাপী তাদের শান্তিপূর্ন মিছিল ও নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে ।

এবং এই টানা হরতাল সাধারণ মানুষ স্বতস্ফূর্তভাবে পালন করেছে বলে দাবি করনে।

হরতালে গতকালের মত আজও রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।

http://www.bbc.co.uk/bengali/news/2013/03/130328_fp_strike_day2.shtml

 

সুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে পুলিসি অত্যাচারের যে অভিযোগ উঠছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই অভিযোগই আরও জোরালো হচ্ছে। শুধুমাত্র মাথাতেই নয়, সুদীপ্তর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

তাঁর চোয়ালে গুরুতর জখম রয়েছে। দু চোখের মাঝখানে, অর্থাত্‍ কপালেও মিলেছে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হয়েছে ।

 

 

 


ফের ঋণের দায়ে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল বর্ধমানে। আত্মহত্যা করলেন কাটোয়ার ভালশুনি গ্রামের বাসিন্দা মিলন ঘোষ। চাষের জন্য স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা ধার নিয়ে ফেরত দিতে না পেরে আত্মঘাতী হন তিনি। অনটন ও মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিষ্ণুপুরে সর্বশিক্ষা অভিযানের শিক্ষাবন্ধু সুবোধ কুমার দেও।   

বর্ধমানের কাটোয়ার ভালশুনি গ্রামের বাসিন্দা ভাগচাষী মিলন ঘোষ। নিজের তিন বিঘা জমিতে চাষের জন্য গ্রামের স্বনির্ভর গোষ্ঠী থেকে সাত হাজার টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ভেবেছিলেন জমির আলু বিক্রি করে সেই ঋণ পরিশোধ করবেন। কিন্তু আলুর সঠিক দাম না পেয়ে পরিশোধ করতে পারেননি ঋণ। ভুগতে থাকেন অবসাদে। আঠাশে মার্চ কীটনাশক খান তিনি। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে।  অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। পয়লা এপ্রিল সেখানেই মৃত্যু হয় মিলন ঘোষের। 
 
প্রবল আর্থিক অনটনে সংসার চালাতে না পেরে আত্মঘাতী হলেন সর্বশিক্ষা অভিযানের শিক্ষাবন্ধু পদে কর্মরত বিষ্ণুপুরের সুবোধ কুমার দে। তাঁর মাসিক বেতন যা ছিল তাতে সংসার চলত না। অভাব অনটন ছিল সংসারের নিত্যসঙ্গী। সঙ্গে কাজের মাত্রাতিরিক্ত চাপ। ভুগতে থাকেন মানসিক অবসাদে। চাপ সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

 

৬টা ৩০: ''সুদীপ্তর মৃত্যু মর্মান্তিক। আগামিকাল রাজ্য বামফ্রন্টের প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। রাজ্যের সব জেলায় ধিক্কার মিছিল হবে। ঢাকুরিয়া, টালিগঞ্জ ও গড়িয়ায় স্থানীয় ভিত্তিতে ১২ ঘণ্টার বনধ। যানবাহন ও জরুরী পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে", বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আবারও বিচার বিভাগীয় তদন্তের দাবি বিমান বসুর। ''রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। মুখ্যমন্ত্রীর আগাম মন্তব্য করা বন্ধ হোক", বললেন বিমান বসু। 

৫টা ১৫: এসএফআই সদর দফতরে পৌঁছল সুদীপ্তর দেহ। রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু ও দলের প্রথম সারির নেতারা। 

৪টে ৩০: সিবিআই তদন্তের দাবি করলেন সুদীপ্তর দিদি সুমিতা সেনগুপ্ত। 

৪টে ২০: বাড়ি থেকে রওনা দিল সুদীপ্তর শেষ যাত্রা। এর পর এসএফআই এর রাজ্য সদর দফতরে যাবে তাঁর দেহ। 

৪টে: সুদীপ্তর দেহ পৌঁছল নিউ গড়িয়ার বাড়িতে 

৩টে ২২: বাড়ির দিকে রওনা দিল সুদীপ্তর শেষযাত্রা। মিছিলে হাজার হাজার ছাত্রছাত্রী। মিছিলে রয়েছে এলাকার ছোট থেকে বড় সবাই। 

৩টে ০২: সুদীপ্ত গুপ্তর ময়না তদন্তের রিপোর্ট। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কপালে গুরুতর আঘাত। সুদীপ্তর চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। জানালেন চিকিৎসকরা।  

২টো ৪৪: নাতাজি নগর কলেজে পৌঁছল সুদীপ্তর দেহ। এই কলেজেই রাজনীতির হাতেখড়ি হয় প্রয়াত ছাত্র নেতার। 

২টো ১০: পুলিস হেফাজতে এসএফআই নেতার মৃত্যুর ঘটনায় অ্যাডিশানাল সিপি পর্যায়ের তদন্ত দাবি করল রাজ্য মানবাধিকার কমিশন।  নিরপেক্ষ ভাবে ঘটনার তদন্ত করবে মানবাধিকার কমিশনও।  

১টা ৫৫: নিহত ছাত্রনেতার মরদেহ নিয়ে শেষযাত্রা শুরু। কান্নায় ভেঙে পড়লেন সহকর্মীরা। 

১টা ৪৫: 'মুখ্যমন্ত্রী খুনি': চিত্রপরিচালক মৃণাল সেন। 

১টা ৩৫: ময়নাতদন্ত শেষ সুদীপ্তর দেহর। 

১টা ২৫: গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভাট্টাচার্যের। 

১টা ২০: পুলিসের সদর দফতর লালবাজারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। গতকালের ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিস রিপোর্ট নিয়ে নগরপালের সঙ্গে কথা বলেন তিনি। পুলিস সূত্রে একথা জানা গিয়েছে। 

১২টা ৪৪: "মুখ্যমন্ত্রীর সাহায্য চাই না।" জানালেন সুদীপ্তর বাবা। "ছেলেটাকে মেরে শেষ করে দিয়েছে। আমি টাকা নিতে পারব না। দিদি আইনের লড়াইয়ে আপনি আমার পাশে দাঁড়ান", জানালেন প্রণব গুপ্ত।  

১২টা ২৬: সুদীপ্তর মৃত্যু পুলিসের হেফাজতে হয়েছে। দায় এড়াতে পারেন না পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।   

১২টা ১৫: এসএসকেএম মর্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএফআইএর সমর্থকরা বিক্ষোভ দেখান। "যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক", সংবাদমাধ্

start_blog_img